Hindustan Times
Bangla

কিউয়ি ব্যাটার রাচিনের প্রেমিকাকে চেনেন? রইল আসল পরিচয়

একদিনের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই শতরান করে খবরের শিরোনামে নিউ জিল্যান্ডের রাচিন রবীন্দ্র।

অভিষেক ম্যাচেই শতরান করেছেন রচিন রবীন্দ্র।  চলতি বছরের মে মাসে কিউয়ি দলে অভিষেক হয়েছে তাঁর। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও রান পেয়েছিলেন রাচিন।

রাচিনের বান্ধবীকে চেনেন? নাম প্রেমিলা মোরার। 

পেশায় ফ্যাশন ডিজাইনার রাচিনের বান্ধবী প্রেমিলা। তাঁর বাড়ি  নিউ জিল্যান্ডের অকল্যান্ডে।

ম্যাসি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন প্রেমিলা। 

 ‘দ্য ফুড ডুডস এনজেড’ নামের একটি সংস্থায় বর্তমানে কর্মরত প্রেমিলা।