By Priyanka Mukherjee
Published 24 Apr, 2023

Hindustan Times
Bangla

দর বাড়ালেন জাহ্নবী, 'RRR' তারকার নায়িকা হতে কত টাকা হাঁকলেন?

বলিউড নায়িকারা দক্ষিণী ছবিতে কাজের অফার পেলেই দর বাড়িয়ে দেন, এমনটাই প্রচলিত

শোনা যায়, সাহু ছবির জন্য ৭ কোটি টাকা পারিশ্রমিক হেঁকে ছিলেন ক্যাট, বাধ্য হয়ে কম দামী শ্রদ্ধাকে কাস্ট করেন প্রযোজক

RRR তারকা জুনিয়র এনটিআর-এর পরবর্তী ছবির নায়িকা হিসাবে দেখা মিলবে জাহ্নবীর

তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রেখেই ৫ কোটি টাকা দর হেঁকেছেন জাহ্নবী

তেলুগু ছবিতে অভিনয়ের মাধ্য়মেই কেরিয়ার শুরু হয়েছিল শ্রীদেবীর, এবার সেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চলেছেন তাঁর কন্যে

কোরাতলা শিবা পরিচালিত জুনিয়র এনটিআর-এর ৩০ নম্বর ছবির জন্য শুরুতে ৪ কোটি টাকা নেওয়ার কথা ছিল শ্রীদেবী কন্যার, দর বাড়িয়েছেন তিনি

আগামিতে মিস্টার অ্যান্ড মিসেস মাহি এবং বাওয়াল ছবিতে দেখা যাবে জাহ্নবীকে 

শীঘ্রই শ্যুটিং শুরু হবে এই ছবি, আগামী বছর এপ্রিলে মুক্তি পাওয়ার কথা জাহ্নবী অভিনীত প্রথম তেলুগু ছবির