Hindustan Times
Bangla

সামনেই রয়েছে ১১ জুলাই থেকে অ্য়ামাজন প্রাইম ডে। আর সেই দিন  ইউকের ৯০০ জন অ্যামাজন কর্মী বনধের রাস্তা নেবেন বলে পরিকল্পনা। 

১১-১২ জুলাই রয়েছে অ্যামাজনের প্রাইম ডে। ইউকেতে তা ১১-১২ জুলাই হবে। আর সেই সময় থেকে ১৩ জুলাই পর্যন্ত ধর্মঘটে নামার কথা অ্যামাজনের ৯০০ কর্মীর। 

রয়টার্সের খবর অনুযায়ী, এই বনধের ফলে বিশেষভাবে প্রভাব অ্যামাজনের বিক্রয়ে পড়বে না। তবে আর্থিক পাওনা নিয়েই কর্মীদের এই বনধ বলে জানা যাচ্ছে।

এও জানা যাচ্ছে যে, কর্মীরা ইউকেতে আগে থেকেই ওই দিনে ধর্মঘট করবেন বলে ঠিক করেন। যে তারিখেই পড়ছে ইউকের অ্যামাজন প্রাইম ডে। 

ইউকের কর্মী ইউনিয়নের দাবি, প্রতি ঘণ্টায় অন্তত ১৫ পাউন্ড হিসাবে পারিশ্রমিক বেতন কাঠামোয়  রাখতে হবে। বর্তমানে ইউকের অ্যামাজনে ন্যূনতম পারিশ্রমিক ঘণ্টায় ১১-১২ পাউন্ড ধার্য করে রেখেছে অ্যামাজন।

উল্লেখ্য, অ্যামাজন প্রাইমডে চলাকালীন ইউকের কর্মীরা সকালে ২ ঘণ্টা ও বিকেলে ২ ঘণ্টার ধরনায় বসবেন। গত মাসেও কর্মীরা নয়া বেতন কাঠামোর দাবিতে বসেছিলেন ধরনায়।