By Suman Roy
Published May 20, 2023
Hindustan Times
Bangla
একের পর এক দুর্দান্ত বাংলা সিরিজ আসছে এই বছরেই! দেখুন তালিকা
চলতি বছরেই মুক্তি পাচ্ছে একের পর এক দারুণ বাংলা সিরিজ। এগুলির অপেক্ষায় দর্শক। দেখে নিন তালিকা।
আবার প্রলয়: রাজ চক্রবর্তী পরিচালিত ‘প্রলয়’ সিনেমার কাহিনিরই সূত্র ধরে তৈরি হচ্ছে এই সিরিজ। দেখা যাবে জিফাইভে।
রক্তকরবী: রাইমা এবং বিক্রম অভিনীত থ্রিলার সিরিজ। এটিও আসছে জিফাইভে।
রাজনীতি: চলতি মাসের ২৬ তারিখ থেকেই শুরু হচ্ছে পলিটিক্যাল থ্রিলারটি। দেখা যাবে হইচইয়ে।
মিস্টার কলকেতা: ঋত্বিক ও রাজনন্দিনী অভিনীত গোয়েন্দা সিরিজ। এটিও দেখা যাবে হইচইয়ে।
গোরা ২: আসছে ঋত্বিক অভিনীত গোয়েন্দা কাহিনি সিরিজের দ্বিতীয় সিজন। দেখা যাবে হইচইয়ে।
কাইজার লেভেল ২: গত বছরে বিরাট জনপ্রিয় হওয়া থ্রিলার ‘কাইজার’-এর দ্বিতীয় সিজন আসছে এবার। আফরান নিশো অভিনীত সিরিজ দেখা যাবে হইচইয়ে।
ফেলুদার গোয়েন্দাগিরি: এবার ফেলুদার অভিযান ভূস্বর্গে। সৃজিত পরিচালিত এই সিরিজ নিয়ে উত্তেজনা চরমে। দেখা যাবে হইচইয়ে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন: