By Sanket Dhar
Published Feb 5, 2023
Hindustan Times
Bangla
পেঁয়াজের গুণেই বাড়বে স্তনের আকার, জানুন উপায়
অনেকেই স্তন ভালো রাখতে নানারকম টোটকার হদিশ করেন।
কারও স্তনের আকার বেশ বড় হয়, কারও আবার তেমন বড় হয় না।
পেঁয়াজ দিয়ে ঘরোয়া উপায়ে স্তনের আকার বাড়ানো যায়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তা সম্ভব।
পেঁয়াজের এমন অনেক গুণ রয়েছে যা স্তনের আকার বাড়াতে সাহায্য করে।
প্রথমে পেঁয়াজ পিষে রস বার করে নিন। এবার এই রসে মধু ও হলুদ মিশিয়ে মিশ্রণ বানিয়ে নিন।
এই মিশ্রণটি প্রতি রাতে ঘুমোনোর আগে স্তনে মালিশ করতে হবে। মালিশের পর সারারাত রেখে দিতে হবে এটি।
সকাল সকাল হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন মিশ্রণটি। অন্তত দুই মাস এই প্রক্রিয়াটি রোজ করতে হবে।
নিয়ম করে রোজ রাতে মিশ্রণটি ব্যবহার করলে দুই মাসের মধ্যে সুফল পাওয়া সম্ভব।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন