Hindustan Times
Bangla

চার বছরে মাত্র একবারই জন্মদিন পালন করার সুযোগ! কোন কোন নামজাদা মানুষের জন্ম ২৯ ফেব্রুয়ারি

২৯ ফেব্রুয়ারি আসে চার বছরে একবার। এই দিনে জন্ম, এমন কয়েক জন বিখ্যাত মানুষের নামের তালিকা দেখে নিন। 

মোরারজি দেসাই: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং স্বাধীনতা সংগ্রামীর জন্ম ১৮৯৬ সালের ২৯ ফেব্রুয়ারি। 

প্রকাশ নানজাপ্পা: ভারতীয় খেলোয়াড় এবং অলিম্পিকে অংশগ্রহণকারী শ্যুটারের জন্ম ২৯ ফেব্রুয়ারি। ১৯৭৬ সালে। 

রুক্মিনী দেবী: বিখ্যাত ভারতনট্টম শিল্পীর জন্ম ১৯০৪ সালের ২৯ ফেব্রুয়ারি।

ড্যানিশ ফারিনা: এই অভিনেতারও জন্ম ২৯ ফেব্রুয়ারি।

জেসি আশার: ‘ইন্ডিপেনডেনস ডে’-খ্যাত অভিনেতারও এই দিনেই জন্ম।

জা রুল: এই নামজাদা সঙ্গীতশিল্পীরও ২৯ ফেব্রুয়ারি জন্ম।

ডিনা শোর: এই বিখ্যাত গায়িকার জন্মদিনও ২৯ ফেব্রুয়ারি।