Hindustan Times
Bangla

দীপিকার বেবি বাম্পে হাত ওরির! আম্বানিদের অনুষ্ঠানে দীপবীরের হবু সন্তানকে করলেন আদর

প্রেগন্যান্সির একদম শেষ পর্যায়ে রয়েছেন দীপিকা পাড়ুকোন। সেপ্টম্বরেই মা হবেন সুন্দরী

তবে অনন্ত-রাধিকার বিয়ের জমকালো সেলিব্রেশন থেকে দূরে থাকলেন না দীপিকা! সঙ্গীতের আসরে পৌঁছেছিলেন দেশি লুকে

বেগুনি শাড়ির ফাঁকে দীপিকার বেবি বাম্পের ঝলক আগেই দেখেছে নেটপাড়া, এবার পার্টির অন্দরের ছবি ফাঁস করলেন ওরি

অরহান অবত্রামানি ওরফে ওরি পার্টির একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন ইনস্টায়, সেখানে দীপিকার স্ফীতোদরকে আদর করতে দেখা গেল তাঁকে। ওদিকে ওরিকে ছুঁয়ে পোজ দিলেন রণবীর

দীপিকার বেবি বাম্পের সেই মিষ্টি ছবি রীতিমতো ভাইরাল

গত মার্চে গর্ভবতী হওয়ার সুখবর ভাগ করে নিয়েছিলেন দীপিকার, তারপর থেকে কম সমালোচনার মুখে পড়েননি। অনেকেই কটাক্ষ করে বলেন, সারোগেসির মাধ্যমে সন্তানধারণ করছেন দীপিকা

নেতিবাচকতাকে পাত্তা দেননি দীপিকা। বক্স অফিসে নায়িকার শেষ রিলিজ কাল্কি ২৮৭৮ এডি ঝড় তুলেছে

৯০০ কোটির দোরগোড়ায় সেই ছবি। এছাড়াও দীপিকার হাতে রয়েছে সিংঘম ফ্রাঞ্চাইসির আগামী ছবি

সেপ্টেম্বরে সন্তানের জন্ম দেওয়ার পর মাস কয়েকের ছুটি নেবেন দীপিকা, তারপর সোজা ফিরবেন শ্যুটিং ফ্লোরে।

ক্লিক করুন