By Priyanka Bose
Published 1 Feb, 2024
Hindustan Times
Bangla
করিনার সঙ্গে খুনসুটি, করণ-আয়ুষ্মানের সঙ্গে 'জামাল কুদু', ফিল্মফেয়ার থেকে BTS ছবি দিলেন ওরি
ফিল্মফেয়ার ২০২৪ অনুষ্ঠান আলোকিত করেছেন বলিউড তারকারা। তাঁদের পাশাপাশি হাজির হয়েছেন ওরিও।
মাথায় গ্লাস আটকে করণ জোহর এবং আয়ুষ্মান খুরানার সঙ্গে এ দিন 'জামাল কুদু' গানে নেচে মাত করেছেন ওরি।
সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি শেয়ার করেছেন নিজের ফিল্মফেয়ারে উপস্থিতির একাধিক ছবি।
ওরির সঙ্গে খুনসুটিতে মেতে জাহ্নবী কাপুর।
করিনা কাপুর খানের সঙ্গে খুনসুটিতে ভরা ছবি পোস্ট করেছেন ওরি।
এ দিন ফ্লোরাল প্রিন্টের জ্যাকেট-প্যাকেট পরে দেখা মেলে ওরির।
আয়ুষ্মানের সঙ্গে নাচে ব্যস্ত ওরি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন