By Priyanka Bose
Published 1 Feb, 2024
Hindustan Times
Bangla
মালাইকা থেকে নিক! সকলের বুকে হাত রেখে পোজ, ওরির ছবিতে হইচই নেটদুনিয়ায়
কনসার্ট করতে কিছু দিন আগে ভারতে এসেছিলেন জোনাস ব্রাদার্স। সেই সময় একটি পার্টিতে নিকের সঙ্গে নিজের সিগনেচার পোজ দিয়ে ছবি তুলেছেন ওরি।
একই পার্টিতে হাজির ছিলেন সুজান খানও।
পার্টিতে মালাইকা আরোরা এবং অন্যান্যদের সঙ্গে গ্রুপ ছবি তুলেছেন ওরি।
এ দিন YOLO- You Only Love Orry লেখা টি-শার্ট পরে দেখা মেলে ওরির।
এ দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওরি লিখেছেন, 'সবাই পোজ দিচ্ছে, তবে আমার মতো করে'।
মালাইকা, অমৃতাদের সঙ্গেও ছবি তোলেন ওরি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন