Hindustan Times
Bangla

কোন রাজ্যে কী নামে ডাকা হয় সাধের ফুচকাকে?

পশ্চিমের রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, গুজরাট ও মহারাষ্ট্রে এর নাম ফুচকা।

উত্তর প্রদেশে এর নাম গোলগাপ্পা।

গুজরাতে একে পকোড়ি বলা হয়।

রাজস্থান ও হরিয়ানায় এর নাম পানিকে পাতাসে।

উত্তর প্রদেশে একে পানিকে বাতাসে বলে।

ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড ও হায়দ্রাবাদে একে  গুপচুপ বলে।