By Priyanka Bose
Published 30 Oct, 2023

Hindustan Times
Bangla

তারকা ঝলমলে ওটিটি প্লে অ্যাওয়ার্ডস ২০২৩-এর রাত, কে কেমন সেজে এসেছেন

মুম্বইয়ে অনুষ্ঠিত হল ওটিটি প্লে অ্যাওয়ার্ডস ২০২৩

রবিবার রাতে মুম্বইয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ওটিটি প্লে অ্যাওয়ার্ডস

জমকালো পোশাকে তারকাদের থেকে চোখ সরানো দায়

ভারতের নানা রাজ্যের শিল্পীরা উপস্থিত ছিলেন একমঞ্চে

বলিউড থেকে টলিউড, দক্ষিণী তারকাদেরও দেখা গেল এদিনের অ্যাওয়ার্ড শো-এর আসরে

আলিয়া এফ, অদিতি রাও হায়দারি, শোভিতা ধুলিপালা, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং আরও অনেকে এ দিন হাজির ছিলেন রেড কার্পেটে

কালো বডিকন পোশাকে গ্ল্যামারাস লুকে ধরা দেন কাজল

সব মিলিয়ে তারকার ছড়াছড়ি ছিল রেড কার্পেটে