By Subhasmita Kanji
Published 27 Sep, 2024
Hindustan Times
Bangla
চলতি সপ্তাহে একগুচ্ছ সিনেমা সিরিজ আসছে OTT এর পর্দায়। বাড়ি বসেই বিনোদনময় উইকেন্ড কাটান। কী কী দেখবেন? ঝটপট জেনে নিন।
স্ত্রী ২ বর্তমানে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ৩৪৯ টাকা ভাড়ায় দেখা যাচ্ছে। তবে আগামী ১১ অক্টোবর থেকে এটা বিনামূল্যেই দেখতে পাবেন দর্শকরা।
তাজা খবর সিজন ২ তে আছেন ভুবন বাম। শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেল এই সিরিজ।
গত ২৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ইনসাইড আউট ২। কেলসি মানের এই ছবিটিও ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবেন।
নেটফ্লিক্সে ২৭ সেপ্টেম্বর মুক্তি পেল উলফস। ব্র্যাড পিট, জর্জ ক্লুনি, প্রমুখ আছেন এখানে।
লাভ সিতারা একটি আদ্যোপান্ত প্রেমের ছবি। শোভিতা ধুলিপালাকে এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে। জি ফাইভে এটি ২৭ সেপ্টেম্বর থেকে দেখা যাচ্ছে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
আরও পড়ুন।