By Priyanka Bose
Published 28 May, 2023

Hindustan Times
Bangla

সপ্তাহান্তে বাড়ি বসে? ঢুঁ মারুন ওটিটিতে, দেখুন নতুন সিনেমাগুলি

 সপ্তাহান্তে ঘরে বসে কোন ছবি দেখবেন ভাবছেন? দেখতে পারেন এই ওটিটি ছবিগুলি- 'কাঁঠাল' ১৯ মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই ছবি।

সাই-ফাই সিনেমা 'ভেড়িয়া' দেখতে পারেন ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায়।

তেলুগু হরর ছবি 'বিরুপক্ষ' নেটফ্লিক্সে দেখা যাবে।

'কিসি কা ভাই কিসি কি জান' জি ফাইভে স্ট্রিম হচ্ছে।

নেটফ্লিক্সে ট্রিম হচ্ছে 'দশেরা'

রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের 'তু ঝুটি ম্যায় মক্কার' স্ট্রিম হচ্ছে নেটফ্লিক্সে।

'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' স্ট্রিম হচ্ছে নেটফ্লিক্সে।

হলিউড সিনেমা পছন্দ? নেটফ্লিক্সে দেখতে পারেন 'দ্য মাদার'

কার্তিক আরিয়ান এবং কৃতি স্যাননের 'শেহজাদা' বড়পর্দার পর মুক্তি পেয়েছে নেটফ্লিক্সেও