By Sanket Dhar
Published May 22, 2023
Hindustan Times
Bangla
ডিম্বাশয় ক্যানসারের লক্ষণ এড়ালেই বিপদ! চিনবেন কীভাবে
যত দিন যাচ্ছে, ততই বাড়ছে ক্যানসারের রোগীর হার। সারা বিশ্বে এই মারণরোগ নিয়ে চলছে গবেষণা।
বিজ্ঞানীদের কথায়, মহিলাদের ক্যানসারের মধ্যে ডিম্বাশয় ক্যানসার সবচেয়ে মারাত্মক হয়ে উঠেছে।
ভারতেই এই ক্যানসার ছড়াচ্ছে দ্রুত হারে। তাই এর কয়েকটি লক্ষণ আগে থেকেই জানা ভালো।
পেটে অস্বস্তি ও সেই থেকে বমি বমি ভাব হওয়া এই ক্যানসারের বড় লক্ষণ। এমনকি ওজনও কমে যেতে পারে।
এর সঙ্গে দেখা দেয় অতিরিক্ত ক্লান্তি ও অবসাদ। ভীষণ দুর্বল লাগে শরীর।
এই ক্যানসার হলে সহবাসে তীব্র ব্যথা হয়। একইসঙ্গে কোমরে ব্যথাও হয়।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন