Hindustan Times
Bangla

ওভেনের ময়লা নিমেষে সাফ হবে, জেনে নিন ৫ সেরা উপায়

রান্না করতে গিয়ে ওভেনে মাঝে মাঝেই তেল কালি জমতে থাকে। সেই দাগ দ্রুত তুলে ফেলুন পাঁচটি উপায়ে।

ভিনিগার: বাড়িতে সাদা ভিনিগার থাকলে তা আগে ওভেনে ছিটিয়ে দিন। ১০ মিনিট পর কাপড় দিয়ে পরিষ্কার করে নিন ওভেন।

লেবুর রস: লেবুর রস ভালো করে মাখিয়ে রাখুন ওভেনে। এর ১০ মিনিট পর কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন।

সোডা: ওভেন পরিষ্কারে সোডা দারুণ কাজ দেয়। ওভেনের উপর সোডা ছড়িয়ে রাখুন। কিছুক্ষণ পর কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন‌।

ডিটারজেন্ট: ওভেন পরিষ্কার করতে ডিটারজেন্টও ব্যবহার করতে পারেন। গরম জলে গুলে ব্যবহার করলে দারুণ ফল পাবেন।

মেশিনের তেল: ওভেনের নব পরিষ্কার করতছ মেশিনের তেল ব‌্যবহার করুন।  তেল দিয়ে ব্রাশ করে নিন নব।‌