এই সপ্তাহে মোট ৬টি OTT রিলিজ হতে চলেছে! জানেন কোন কোন সিরিজ ও সিনেমা রয়েছে এই তালিকায়?
পাতাল লোক এবং XO-এর মতো একাধিক জনপ্রিয় সিরিজের নতুন সিজন আসছে। তাছাড়া মুক্তি পেতে চলেছে দ্য রোশনসের মতো ডকু-সিরিজও।
দীর্ঘ পাঁচ বছর পর, 'পাতাল লোক'-এর দ্বিতীয় সিজন মুক্তি পেয়েছে। ১৭ জানুয়ারি থেকে প্রাইম ভিডিয়োতে স্ট্রীমিং হচ্ছে।
১৭ জানুয়ারী নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে 'দ্য রোশানস'ও। এই সিরিজে বলিউডের বিখ্যাত পরিবার রোশন পরিবারের তারকা হৃত্বিক রোশন, তাঁর বাবা রাকেশ রোশন, সুরকার রাজেশ রোশনের সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে।
এই ডকু-সিরিজে শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, করণ জোহরদেরও দেখা যাবে।
আশিক আবুর ছবি 'রাইফেল ক্লাব' নেটফ্লিক্সে ১৬ জানুয়ারি মুক্তি পেয়েছে। এই ছবির হাত ধরে অনুরাগ কাশ্যপ মালয়ালম ইন্ড্রাস্টিতে পা রেখেছেন।
অন্যদিকে, জি ৫-এ ১৭ জানুয়ারি মুক্তি পেয়েছে তামিল পিরিয়ড থ্রিলার 'বিদুথালাই পার্ট ১'-এর একটি সিক্যুয়াল 'বিদুথালাই পার্ট ২'।
তাছাড়াও 'XO, কিটি সিজন ২' ১৬ জানুয়ারি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।
তাছাড়া নেটফ্লিক্সে ১৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'উইথ লাভ মেঘান'।