By Abhisake Koley
Published 14 Feb, 2025
Hindustan Times
Bangla
ODI-তে দ্রুততম ৬০০০ রান, কোহলিকে টপকে আমলার বিশ্বরেকর্ড ছুঁলেন বাবর আজম
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে কম ইনিংসে ৬০০০ রান করা ৫ ব্যাটারের তালিকায় চোখ রাখুন।
১. বাবর আজম সব থেকে কম ১২৩টি ওয়ান ডে ইনিংসে ব্যাট করে ৬০০০ রান পূর্ণ করেন।
২. হাশিম আমলাও ১২৩টি ওয়ান ডে ইনিংসে ব্যাট করে ৬০০০ রান পূর্ণ করেন।
৩. বিরাট কোহলি ১৩৬টি ওয়ান ডে ইনিংসে ব্যাট করে ৬০০০ রান পূর্ণ করেন।
৪. কেন উইলিয়ামসন ১৩৯টি ওয়ান ডে ইনিংসে ব্যাট করে ৬০০০ রান পূর্ণ করেন।
৫. ডেভিড ওয়ার্নার ১৩৯টি ওয়ান ডে ইনিংসে ব্যাট করে ৬০০০ রান পূর্ণ করেন।
৬ হাজারের মাইলস্টোনে পৌঁছতে মাত্র ১০ রান দরকার ছিল বাবর আজমের।
শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাবর ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ২৯ রান করে আউট হন।
আপাতত বাবরের সংগ্রহে রয়েছে ৬০১৯ ওয়ান ডে রান।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন