Hindustan Times
Bangla

ভারতের WTC 2023-25-এর ফাইনাল খেলার স্বপ্নকে ভেঙে যাচ্ছে সেঞ্চুরিয়ানে।

দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনে চাপে শান মাসুদরা।

দ্বিতীয় দিনের শেষে এখনও ২ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান দল।

প্রথম দিনের মতো ম্যাচের দ্বিতীয় দিনেও পাকিস্তানকে চাপে রাখলেন করবিন বশ।

করবিন বশ প্রথম দিনে বল হাতে এবং দ্বিতীয় দিনে ব্যাট হাতে সকলকে অবাক করলেন।

এই ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে নয় নম্বরে নেমে ৯৩ বলে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেন।

এডেন মার্করাম ও করবিন বশের ইনিংসের উপর ভর করে স্কোর বোর্ডে ৩০১ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসে পাকিস্তান ২১১ রান তুলেছিল এবং দ্বিতীয় ইনিংসে এখনও ৮৮/৩ রান তুলেছে।

দ্বিতীয় ইনিংসে মার্কো জানসেন ২ উইকেট ও কাগিসো রাবাদা একটি উইকেট শিকার করেছে।