Hindustan Times
Bangla

মামাতো ভাইকে বিয়ে, ছবি দেখে আরও ভালো করে জানুন পাকিস্তানি ক্রিকেটার বিসমাহকে

পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ। পাকিস্তানের সবথেকে বড় মহিলা ক্রিকেট তারকা তিনি।

২০১৮ সালের ২৮ নভেম্বর আবরার আহমেদের সঙ্গে নিকাহ হয় বিসমাহের।

 আবরার পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। 

বিসমাহ এবং আবরার বিয়ে নিয়ে তুমুল চর্চা হয়েছিল। বিসমাহর মামাতো ভাই আবরার। 

বিসমাহ এবং আবরারের এক কন্যাসন্তানও রয়েছে। 

বিসমাহ তাঁর অধিকাংশ বিদেশ সফরেই মেয়েকে সঙ্গে করে নিয়ে যান।

গত টি-২০ বিশ্বকাপে যখন ভারত এবং পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছিল, সেইসময় টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা বিসমাহের মেয়েকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন।

বিসমাহ মারুফ পাকিস্তানের হয়ে ১২৩টি একদিনের ম্যাচ খেলেছেন।  টি-২০ ক্রিকেটে ১২৯টি ম্যাচে ২,৫৩৭ রান করার পাশাপাশি ৩৬টি উইকেট তুলেছেন তিনি।