By Priyanka Bose
Published 29 Jul, 2023
Hindustan Times
Bangla
ব্রেস্টপ্লেট পরে কনের সাজে পাকিস্তানি ডিজাইনার, ছবি বেরোতেই ট্রোলের মুখে
শুধু ভারতীয় সুন্দরীরা নয়, পাকিস্তানি সুন্দরীরাও তাঁদের বিয়ের লুকের জন্য লাইমলাইটে আসেন।
অনন্য ব্রাইডাল লুকের জন্য বর্তমানে লাইমলাইটে আছেন পাকিস্তানি ফ্য়াশন ডিজাইনার মিশা জাপানওয়ালা।
বডি কার্স্টিং ভাস্কর্যের জন্য পরিচিত মিশা। নিজের বিয়ের পোশাকের সঙ্গে দুর্দান্ত পরীক্ষা করেছিলেন তিনি।
বিয়ের দিনে সোনালি রংয়ের ব্রেস্টপ্লেটের সঙ্গে সোনালি ভারী কাজ করা শাড়ি পরেছিলেন মিশা।
মিশার এই পরীক্ষামূলক আউটফিটে সাজ তাঁকে পাকিস্তানের সবথেকে সাহসী নববধূর তকমা দিয়েছে।
বিয়ের পোশাকে ব্রেসপ্লেটে তাঁর এই অনন্য সাজের জন্য নেটদুনিয়ায় প্রচুর ট্রোলিং হয়েছেন মিশা।
অনেক নেটিজেনরা মিশার এই আত্মবিশ্বাসী লুকের জন্য তাঁর প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদও প্রশংসা করেছেন তাঁর।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন