By Priyanka Bose
Published 12 Sep, 2023

Hindustan Times
Bangla

মা’কেও টেক্কা দিচ্ছেন! শাড়িতে অনবদ্য অভিনেত্রী পলক তিওয়ারি, ছবিগুলিই প্রমাণ

সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি কন্যা পলক তিওয়ারি।

বলিউডে অভিনেত্রী হিসাবে অভিষেক হওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় আছেন পলক

 বলিউডে কান পাতলে গুঞ্জন, সইফ আলি খানের ছেলে ইব্রাহিমের সঙ্গেই নাকি চুটিয়ে প্রেম করছেন পলক।

পেশাগত জীবনের চেয়ে বেশি চর্চায় থাকে পলক তিওয়ারি ও ইব্রাহিম আলি খানের ব্যক্তিগত জীবন। 

ইব্রাহিমের সঙ্গে প্রেমের চর্চা নিয়ে পলকের সাফ জবাব ছিল, ‘আমি যে পেশায় রয়েছি, তাতে এ রকম হতেই থাকে। আমি এগুলিতে এত কান দিই না'।

প্রায়শই দেশি লুকে ধরা দেন পলক, তাঁর শাড়ি নিয়েও চর্চা চলে নেটদুনিয়ায়

বেনারসি শাড়ি হোক কিংবা সিল্ক, জর্জেট হোক কিংবা শিফনের শাড়িতে মুগ্ধ করা সাজে ধরা দেন পলক