By Priyanka Bose
Published 24 Jul, 2023

Hindustan Times
Bangla

পলকের এই মেকআপ টিপস মেনে চলতে পারেন টিনেজাররা, মুখ দেখাবে গ্ল্যামারাস

দুর্দান্ত ফ্য়াশন সেন্সের জন্য শিরোনামে থাকেন অভিনেত্রী পলক তিওয়ারি। নিজেও নিখুঁত মেকআপ করতে জানেন পলক।

যে কোনও পোশাকের সঙ্গে নিখুঁত মেকআপে দেখা যায় পলককে। অভিনেত্রীর মেকআপ টিপস জেনে নেওয়া যাক-

দীর্ঘ সময় মেকআপ ধরে রাখতে প্রথমে ময়শ্চরাইজ লাগান। ময়শ্চরাইজের পরিবর্তে লাগাতে পারেন প্রাইমার। এটি ত্বককে নরম করে।

ফাউন্ডেশন অ্যাপ্লাই করুন স্কিন টোন হিসেবে। সব সময় হালকা ফাউন্ডেশন লাগান ন্যাচরাল লুকের জন্য।

পোশাক অনুযায়ী মানানসই আইশ্যাডো অ্যাপ্লাই করুন। চোখের মেকআপের জন্য ওয়াটারলাইন বোল্ড কাজল ব্যবহার করেন পলক। এতে চোখ বড় ও সুন্দর দেখায়।

চোখে মেকআপের ক্ষেত্রে ওয়াটারপ্রু মাসকারা, আইলাইনার ব্যবহার করেন পলক। 

ভ্রুকে সঠিক আকার দিতে পেন্সিল ব্যবহার করেন পলক। মেকআপ সম্পূর্ণ করতে হাইলাইটার প্রয়োগ করেন তিনি।

বেশিরভাগ সময় ন্যুড শেডের লিপস্টিক পরেন পলক। এতে মুখ সুন্দর এবং তরুণ দেখায়।