Hindustan Times
Bangla

পিতৃদোষ থেকে মুক্তির উপায় জানুন

এ বছর পিতৃপক্ষ ২৯ সেপ্টেম্বর শুরু হবে। শেষ হবে ১৪ অক্টোবর।

পিতৃপক্ষের সময় পূর্ব পুরুষদের আত্মার শান্তি কামনা করে পিণ্ডদান এবং তর্পন করে শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া পিতৃদোষ থেকে মুক্তি পেতে এই দিনগুলিতে অনেক ব্যবস্থা নেওয়া হয়।

পণ্ডিত প্রদীপ মিশ্র পিতৃদোষ থেকে মুক্তির উপায় বলে দিয়েছেন।

পণ্ডিত প্রদীপ মিশ্র বলেছেন, পিতৃপক্ষের ১৬ দিন নিয়মিত শিবলিঙ্গে জল নিবেদন করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়।

শ্রদ্ধেয় দিনগুলিতে একটি বেলপত্র এবং দূর্বা এক বাটি চালের মধ্যে রেখে এক কলসি জলের কাছে রাখুন।

২-৩ দিন পর একটি পাত্রে শিবকে বেলপাতা এবং দূর্বা বেঁধে নিবেদন করুন। বাড়িতে ভাত ছিটিয়ে পাখিদের খাওয়ান।

সকালে জলের কলসিতে রুদ্রাক্ষ ও চালের শিষ রেখে কলসি বা জলের পাত্রের কাছে রাখুন।

প্রদোষের সময় সন্ধ্যায় শিবমন্ত্র জপ করুন। ঘি-এর বড় প্রদীপ জ্বালান। প্রদীপের বাতি দক্ষিণ দিকে মুখ করে রাখুন।

কলসি ধরে ধ্যান করার সময় পূর্বপুরুষদের নিজের সমস্যা বলুন। পরদিন সকালে শিবলিঙ্গে কলসি দিয়ে জল ঢালুন। ঘরের মন্দিরে রুদ্রাক্ষ রাখুন।

পণ্ডিত প্রদীপ মিশ্রা জি বলেছেন, পিতৃদোষের এই প্রতিকারগুলি করলে আর্থিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা ইত্যাদি দূর হয়।