Hindustan Times
Bangla

এত দিনে এল পরিণীতি-রাঘবের গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি! ভালোবাসায় মাখামাখি পুরো

গত ২৪ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডা।

রাজকীয় ভাবে উদয়পুরের লীলা প্যালেসে সাত পাকে বাঁধা পড়েছেন দু'জনে। 

প্রকাশ্যে এসেছে পরিণীতির গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি

পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হয় দুজনের

সাদা পাঞ্জাবিতে রাঘবের উপর থেকে চোখ ফেরানো দায়! তাঁর সারা গায়ে হলুদের ছোঁয়া।

 গোলাপি পোশাকে গ্ল্যামার ফেটে পড়ছে পরিণীতির। মাথায় সাদা রঙা হেয়ার ব্যান্ড, কানে ঝোলা দুল।

চোখ ধাঁধানো রাঘব-পরিণীতির গায়ে হলুদের ডেকোরেশন