Hindustan Times
Bangla

পরিণীতির ‘PCC’ লেখা ব্যাগের দাম কত জানেন, শুনলে চমকে উঠবেন

বিয়ের পর সদ্য মুম্বইয়ে গানের লাইভ কনসার্ট করেছেন পরিণীতি চোপড়া।

সম্প্রতি পরিণীতির স্টাইল স্টেটমেন্ট নিয়ে চর্চা নেটদুনিয়ায়। যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে তা হল তাঁর ব্যাগ! 

বিমানবন্দরে ‘PCC’ লেখা একটি টোট ব্যাগ হাতে দেখা গিয়েছে পরিণীতির।  কেন অভিনেত্রীর ব্যাগ নিয়ে এত চর্চা?

‘PCC’ অর্থাৎ  পরিণীতি চোপড়া চাড্ডা।

মণীশ মালহোত্রার ফ্য়াশন লেবেল থেকে কাস্টমাইজ করা এই ব্যাগের দাম  ১৯৯০ পাউন্ড। 

ভারতীয় মুদ্রায় এই ব্যাগের দাম দাঁড়ায় প্রায় ২ লক্ষ ৯ হাজার ৬৩৭ টাকা!