By Priyanka Bose
Published 24 Sep, 2023

Hindustan Times
Bangla

রাঘব-পরিণীতির সঙ্গীতে কেমন সেজে উঠেছিল উদয়পুরের ভেন্যু, দেখুন অন্দরের ছবি

২৩ সেপ্টেম্বর  রাজকীয় কায়দাতেই উদয়পুরের লীলা প্যালেসে প্রাক বিবাহ অনুষ্ঠান হয়েছে পুরোদমে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার

বেলা সাড়ে ১১টায় ছিল গায়ে হলুদের শুভ লগ্ন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের উপস্থিতিতে খাঁটি পাঞ্জাবি নিয়ম মেনেই ‘হলদি’ অনুষ্ঠিত হল এদিন

শনিবার রাতে ছিল রাঘব আর পরিণীতি-র সঙ্গীতের অনুষ্ঠান। নাচ-গান এবং লোভনীয় সব খাবারের সঙ্গে দুর্দান্ত আয়োজন করা হয়েছিল দুই পরিবারের তরফ থেকেই। 

রাঘব-পরিণীতির সঙ্গীত অনুষ্ঠানের ঝলক ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী ভাগ্য়শ্রী

ঝলমলে আলোয় সেজে উঠেছিল গোটা তাজ লীলা প্যালেস

উদয়পুরের লীলা প্যালেসের রোম্যান্টিক পিচোলা হ্রদের ধারে এই জুটির ২৪ সেপ্টেম্বর চার হাত এক হবে

শনিবার অতিথিদের জন্য ৯০-এর দশকের থিমযুক্ত পার্টি মিউজিকের আয়োজন করা হয়েছিস। প্রখ্যাত পঞ্জাবি গায়ক নবরাজ হান্স এদিন পারফর্ম করেন। কিছু জনপ্রিয় বলিউড গান গাইতে শোনা যায় তাঁকে। 

পরিণীতি ও রাঘবের বিয়ের গোপনীয়তা বজায় রাখতে ঢেলে সাজানো হয়েছে হোটেলের নিরাপত্তা ব্যবস্থা।