By Priyanka Bose
Published 17 Jan, 2024
Hindustan Times
Bangla
এত ঠান্ডায়ও বিকিনিতে পার্নো, নায়িকার শ্রীলঙ্কার ছবি দেখে অবাক ভক্তরা
শ্রীলঙ্কায় ছুটিতে সাহসী মেজাজে ধরা দেন অভিনেত্রী পার্নো মিত্র।
বিগত বেশ কয়েকদিন ধরেই বিকিনিতে মাত দিচ্ছেন পার্নো।
কালো বিকিনির উপর ওভারসাইজড শার্টে বোল্ড অবতারে ছবি পোস্ট করছেন তিনি।
প্রচণ্ড ঠান্ডায় বিকিনি পরে পার্নোকে দেখে রীতিমতো থ নেটিজেনরা।
বান্ধবীর হাত ধরে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছেন অভিনেত্রী
শ্রীলঙ্কারই একটি কচ্ছপ সংরক্ষণশালায় গিয়েছিলেন পার্নো। ছোট থেকে বড় কচ্ছপগুলিকে কোলে তুলে আদর করছিলেন তিনি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন