Hindustan Times
Bangla

Most Test Wickets For Australia: অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে বেশি টেস্ট উইকেট, সেরা দশে কামিন্স

পাকিস্তানের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেন কামিন্স। তিনি ঢুকে পড়েন অজিদের হয়ে সব থেকে বেশি টেস্ট উইকেটশিকারীদের তালিকার সেরা দশে।

অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে বেশি ৭০৮টি টেস্ট উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন।

গ্লেন ম্য়াকগ্রা নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৬৩টি উইকেট। 

৫০৫টি উইকেট নিয়ে নাথান লিয়ন রয়েছেন তিন নম্বরে।

৩৫৫টি উইকেট নিয়ে ডেনিস লিলি রয়েছেন চার নম্বরে।

৩৪২টি উইকেট নিয়ে মিচেল স্টার্ক রয়েছেন ৫ নম্বরে।

৩১৩টি উইকেট নিয়ে ছয় নম্বরে রয়েছেন মিচেল জনসন।

৩১০টি টেস্ট উইকেট নিয়ে ব্রেট লি রয়েছেন ৭ নম্বরে।

২৯১টি উইকেট নিয়ে ক্রেগ ম্যাকডারমট রয়েছেন আটে।

২৫৯টি উইকেট নিয়ে জেসন গিলেসপি রয়েছেন নয় নম্বরে।

২৫২টি উইকেট নিয়ে প্যাট কামিন্স উঠে আসেন ১০ নম্বরে।