By Sanket Dhar
Published 17 Feb, 2023

Hindustan Times
Bangla

পারফিউম ডে হোক মনে রাখার মতো! ৫টি কাজে মেতে উঠুন আজ

পারফিউম ডে নিজেকে ভালো রাখার দিন।

ভালোবাসার মানুষটিও যখন মনে কষ্ট দেয়, তখন সত্যিই ভীষণ মন খারাপ হয়।

পারফিউম ডে-টি শুধু আপনার হোক। এই দিন আপনার মন মতো কিছু কাজ করুন।

সকালে উঠেই অফিস কামাই করতে পারেন। রোজই তো অফিস যান, আজ থাক!

পছন্দের গান শুনে দিন শুরু করতে পারেন। অথবা বাইরে বেরিয়ে সকালের মিষ্টি হাওয়া গায়ে মাখতে পারেন।

অনেকদিন ধরে করা হয়নি অথচ খুব পছন্দের কাজ আজ সেরে ফেলুন। কাজটি শেষ হলে মন ভালো লাগবে।

পুরনো শখ যেমন ছবি আঁকা, লেখা, বই পড়ার মধ্যেও কাটাতে পারেন সময়।

দিন শেষ করার আগে সিনেমা, ওয়েব সিরিজ বা পছন্দের বিনোদনে মেতে উঠুন।