By Sanket Dhar
Published 17 Feb, 2023

Hindustan Times
Bangla

পারফিউম ডে কেন পালন করে জানেন? আসল কারণ কিন্তু আপনিই

১৭ ফেব্রুয়ারি পারফিউম ডে। এই দিন নিজের জন্য পছন্দের সুগন্ধি কিনে আনার দিন।

পছন্দের সুগন্ধিতে নিজেই নিজেকে মাতিয়ে তুলুন। মন ভালো করে নিন প্রিয় গন্ধ মেখে।

কেন এভাবে সুগন্ধির দিন পালন করা শুরু? আসল কারণ আপনি নিজেই‌।

নিজেকে ভালো রাখতেই এই বিশেষ দিন।

যাকে ভালোবাসতেন, সে মনে দুঃখ দিয়েছে। আঘাত করেছে গভীর স্থানে।

তাই এই দিন সব দুঃখ কাটিয়ে উঠুন। সময় দিন নিজেকে।

নিজের পছন্দমতো পারফিউম কিনুন। তারপর তার সুগন্ধে বুঁদ হয়ে যান।

নিজের মন ভালো রাখতে শখের কাজেও ডুবতে পারেন ১৭ ফেব্রুয়ারি।