By Sanket Dhar
Published 2 May, 2023
Hindustan Times
Bangla
পোষ্যের থেকে এই রোগগুলি মানুষেরও হতে পারে, আপনি সতর্ক তো
পোষ্য আমাদের পরিবারের আদরের সদস্য। কিন্তু তার থেকে কিছু কিছু রোগ মানুষেরও হতে পারে।
রেবিস: পোষ্যের কামড়ের কারণে লালা থেকে এই রোগ ছাড়ায়। এই রোগে মৃত্যু হতে পারে।
পেট ডিজিজ: বিড়ালের আঁচড়কামড় এমনকী লেহন থেকে এই রোগ হতে পারে। এতে সংক্রমিত এলাকায় ব্যথা হয়।
রিংওয়ার্ম: পোষ্যের থেকে মানুষের এই রোগ হতে পারে। হাতে পায়ে লাল চাকা চাকা হয়ে ফুলে যায় এতে।
ক্যাম্পিলোব্যাকটেরিওসিস: এটি একটি ব্যাকটেকরিয়াঘটিত রোগ। এতে পেটে ব্যথা থেকে ডায়রিয়া, মাথা ব্যথা হতে পারে।
টক্সোপ্লাসমোসিস: বিড়ালের লালা থেকে এই রোগ ছড়ায়। একটি বিশেষ পরজীবী এই রোগের জন্য দায়ী।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন