Hindustan Times
Bangla

শাঁখা-সিঁদুরে মোহময়ী, তবে বাস্তবে ইনি পুরুষ! টেলিপাড়ার খলনায়ককে চিনলেন?

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত খলনায়কদের অন্যতম সুদীপ সরকার

ফুলকি ধারাবাহিকে রুদ্রর চরিত্রে দর্শক দেখছে তাঁকে। রোহিতের বন্ধু তথা জামাইবাবুর চরিত্রে সুদীপের শয়তানি দেখে তিতিবিরক্ত দর্শক

ফুলকির রুদ্রদা এবার ছদ্মবেশে তাক লাগালেন! ফুলকির গল্পে আসছে নয়া টুইস্ট, সেখানেই সেবিকার ভেক ধরবে রুদ্র

সেবিকা রূপে সুদীপের এই অবতার প্রকাশ্যে এনেছেন তাঁর স্ত্রী, অভিনেত্রী অনিন্দিতা। বরকে 'আমার রানি' বলে সম্বোধন করেন তিনি

সুদীপ থেকে সুদীপা হয়ে সোশ্যালে ঝড় তুলছেন অভিনেতা। সহ-অভিনেতাদের থেকেও মিলছে প্রশংসা। অভিনেতা অভ্রদীপ তো মজা করে এই সুন্দরীর সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব দেন

ফুলকিতে রোহিতের তুতো বোন লাবণ্যর অত্যাচারি স্বামী রুদ্রর চরিত্রে রয়েছেন সুদীপ

বাস্তবে কিন্তু একদম উলটো! ভীষণ কেয়ারিং স্বামী সুদীপ। সারাক্ষণ অনিন্দিতাকে আগলে রাখেন অভিনেতা।