By Sanjib Halder
Published 8 Dec, 2024
Hindustan Times
Bangla
কোন পাঁচটা কারণের জন্য অ্যাডিলেডে হারতে হল টিম ইন্ডিয়াকে?
প্রথম কারণ হল অস্ট্রেলিয়ার মাটিতে লাল বল ও পিঙ্ক বলের পার্থক্যটা বুঝতে সমস্যা হয়েছে
লাল বলের থেকে পিঙ্ক বলে খেলাটা অনেক বেশি চাপের ছিল, সেটা বুঝে গেম প্ল্যান করা উচিত ছিল
দ্বিতীয় কারণ হল প্লেয়ার নির্বাচন। হর্ষিত, অশ্বিনকে নিয়ে উঠছে প্রশ্ন
অনেকেই মনে করেন এই ম্যাচে হর্ষিত রানার জায়গায় আকাশদীপকে সুযোগ দেওয়া উচিত ছিল
অশ্বিনের জায়গা রবীন্দ্র জাদেজা এই ম্য়াচে যে অনেকটাই কার্যকর প্রমাণিত হতেন
তৃতীয় কারণ হল পিঙ্ক বলে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপের ব্যর্থতা
দুই ইনিংসে যে ভারতের টপ অর্ডার ভেঙে গিয়েছে তাতেই ম্যাচ হেরে যায় টিম ইন্ডিয়া
চতুর্থ কারণ হল রোহিত শর্মার নীচে ব্যাট করার সিদ্ধান্ত ও অজি পেসের বিরুদ্ধে ব্যর্থতা
পঞ্চম কারণ হল এখনও ট্র্যাভিস হেডের ব্যাটিংয়ের কোনও জবাব খুঁজে পায়নি টিম ইন্ডিয়া
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন