By Tulika Samadder
Published 2 Sep, 2023

Hindustan Times
Bangla

ঘরে এই ৭টি গাছ লাগান, বর্ষায় রক্ষা পান মশার উৎপাত থেকে

বর্ষায় মশার উৎপাত মাত্রাছাড়া। আর আজকাল তো খুব ডেঙ্গির সমস্যাও দেখা যাচ্ছে। 

মশার থেকে পরিত্রাণ পেতে বাজারে নানা ধরনের রাসায়নিক পাবেন। তবে সেগুলো শরীরের জন্য ক্ষতিকারক। এর থেকে প্রাকৃতিক উপায়ে পরিত্রাণ পাওয়া ভালো।

ঘর থেকে মশা তাড়াতে আপনি বিশেষ কিছু গাছের সাহায্য নিতে পারেন। এমন ৫টি গাছের কথা বলব যা ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি, মশাও আটকায়। 

লেমন গ্রাস: লেমন গ্রাসের অম্লীয় গন্ধ খুবই মনোরম। তবে মশারা তা একেবারেই পছন্দ করেন না।  বরং গন্ধে মশারা বিরক্তই হয়। 

রোজমেরি: মশা তাড়াতে ঘরে রোজমেরি গাছ লাগাতে পারেন। এই গাছের গন্ধও মশা পছন্দ করে না একেবারে। 

ল্যাভেন্ডার: ল্যাভেন্ডার গাছ দেখতে যেমন সুন্দর, তেমনই সুন্দর গন্ধযুক্ত। তবে মশারা এই গাছের গন্ধ থেকে দূরেই থাকে। 

সিট্রোনেলা: ঘরের থেকে মশা তাড়াতে সিট্রোনেলা গাছও লাগাতে পারেন। এই গাছের তেল থেকে মশা তাড়ানোর ওষুধ তৈরি হয়। 

পিপারমিন্ট: পুদিনার স্বাস্থ্য উপকারিতা কে না জানে! তবে এই গাছের গন্ধ মশা তাড়াতেও অব্যর্থ।