By Priyanka Bose
Published 15 Apr, 2023

Hindustan Times
Bangla

পয়লা বৈশাখে বাঙালি সাজে সাজুন মনামির মতো করে, দেখুন সেরা ৭ সাজ

বাঙালির নববর্ষ মানে সাজগোজেরও দিন। বহু বাঙালি নারীই এদিন সাজার জন্য সাবেক বাঙালি পোশাক বেছে নেন।

নতুন বছরের প্রথম দিনের সাজটা খুব গুরুত্বপূর্ণ।

এথনিক শাড়ি পরলেই তো শুধু হল না, এমনভাবে সেই শাড়ি বাছতে হবে, যাতে অনন্যা লাগে। 

প্রতিটা লুকের সঙ্গে মানানসই মেকআপ দরকার। এটা গ্রীষ্মকাল, সে কথা মাথায় রেখেই মেকআপ করুন

ভারী জারদৌসি শাড়িতে হতে পারে নতুন বছরের শুরু

একেবারে ঘরোয়া সাজে সাজতে ইচ্ছা করলে এই সুতির শাড়ি বাছতে পারেন

সিল্কের শাড়িতে হোক পয়লা বৈশাখের শুরু

এদিন পরার জন্য পছন্দ কি সাদা শাড়ি? তাহলে মনামি ঘোষের মতো করে সাজতে পারেন নতুন বছরের প্রথম দিনটায়।