By Sanket Dhar
Published 9 Nov, 2023

Hindustan Times
Bangla

প্রাণ ভরে শ্বাস নিন! এই শহরগুলির হাওয়ায় চিহ্ন নেই দূষণের

দূষণের কারণে খবরের শিরোনামে উঠে এসেছে দিল্লি। তবে বিশ্বের কিছু শহরের বায়ুতে দূষণের চিহ্ন নেই। জেনে নিন সেই দেশগুলির নাম।

রেইকজাভিক আইল্যান্ড: এই শহরের বাতাসের গুণমান ৮৭.৫। যাকে বিশুদ্ধ বায়ু বলা যায়। এই শহরে পরিবেশবান্ধব শক্তি ব্যবহার করা হয়‌। 

হামবুর্গ: জার্মানির এই শহর বিশুদ্ধ আবহাওয়ার জন্য বিখ্যাত। এখানের বাতাসের দূষণ একেবারেই কম‌।

হেলসিঙ্কি: ফিনল্যান্ডের এই শহরে বাতাস খুব পরিষ্কার। এখানে গাড়ির চেয়ে সাইকেলের চল বেশি।

ওয়েলিংটন: নিউজিল্যান্ডের এই শহরে বছর বিশুদ্ধ বায়ু। দূষণের জন্য গুনতে হয় মোটা ট্যাক্স।

জুরিখ: সুইজারল্যান্ডের জুরিখে বায়ু একেবারেই বিশুদ্ধ। পরিবেশবান্ধব যানবাহন চলে শহরের রাস্তায়।