Hindustan Times
Bangla

কান পরিষ্কার করতে ব্যবহার করেন কটন বাড? অজান্তে ডেকে আনছেন কোন বিপদ

কান পরিষ্কার করতে অনেকেই ইয়ারবাড বা কটন সোয়াব ব্যবহার করে থাকি। সাময়িক স্বস্তি পেলেও এই বাড ব্যবহারে ক্ষতি কিন্তু অনেক বেশি। 

কানের জন্য কিন্তু এই বাডগুলি অনেকটাই ক্ষতিকর। চিকিৎসকেরাও জানিয়েছেন যে এই বাড ব্যবহারে অনেকসময় শ্রবণশক্তি নষ্ট হতে পারে।

কানের ময়লা পরিষ্কারের জন্য ইয়ারবাড ব্যবহার করা যায় কিন্তু কখনই এটা কানের একেবারে ভেতরে ঢোকাবেন না। এটা খুবই মারাত্মক হতে পারে।

কটন বাড ব্যবহারের ফলে কানের ভিতরের ময়লা আরও বেশি ভিতরে ঢুকে যায়। কানের মধ্যে থেকে যতটা না ময়লা বের হয়, তার চেয়ে বেশি ভিতরেই থেকে যায়।

কানের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। শোনার ক্ষমতা হারানোর সম্ভাবনাও থাকে। কটন বাড ব্যবহারের ফলে কানে সংক্রমণের আশঙ্কা থাকে।

কটন বাড ব্যবহার সাময়িক আরাম দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনাই প্রবল। নষ্ট হয়ে যেতে পারে শরীরের ভারসাম্য।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কানের ভিতরে চামড়ার নানা সমস্যা ও ব্যথার কারণও কটন বাড। কান পরিষ্কারের জন্য ডাক্তারের কাছেই যাওয়া উচিত।

সাধারণ তথ্যের উপর ভিত্তি করে এই খবর। নির্দিষ্ট তথ্যের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।