Hindustan Times
Bangla

লাখো মেয়ের মন ভেঙে পিয়াকে বিয়ে করছেন পরমব্রত! চিনে নিন পরম-সুন্দরীকে

৪৩ বছর বয়সে আইবুড়ো তকমা ঘুচতে চলেছে পরমব্রতর। সোমবার পিয়ার গলায় মালা দেবেন নায়ক

দু-বছরের প্রেম অবশেষে পরিণতি পাচ্ছে, এতদিন টলিউডের কোনও নায়িকা পারেননি, তবে পরমকে ছাতনা তলায় নিয়ে গেলেন পিয়া

গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী, তা তো সবার জানা, এর বাইরেও পিয়ার নিজস্ব পরিচয় রয়েছে

পিয়া চক্রবর্তী পেশায় সমাজকর্মী আবার মানসিক স্বাস্থ্যকর্মী

প্রেসিডেন্সি থেকে পড়াশোনা করেছেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে

কোভিডের সময় ত্রাণ বিলি করতে গিয়ে জমে উঠেছিল পরম-পিয়ার বন্ধুত্ব

সেই বন্ধুত্বেই এবার নতুন রং লাগছে, আজ সই-সাবুদ করে বিয়ে করলেন দুজনে

পরম-পিয়া বিয়েতে আমন্ত্রিত নন ইন্ডাস্ট্রির কেউই! পরে বন্ধু-বান্ধবদের জন্য রিসেপশনের আয়োজন করবেন তারকা জুটি।