By Priyanka Bose
Published May 2, 2023

Hindustan Times
Bangla

মেট গালার আগে মেয়ে মালতীর সঙ্গে সময় কাটাচ্ছেন নিয়াঙ্কা, বিটিএস ছবি ভাইরাল

 ‘মেট গালা ২০২৩’-এর আগে একরত্তি মেয়ে মালতীর সঙ্গে আদুরে মুহূর্ত মাম্মি প্রিয়াঙ্কা চোপড়ার

মেট গালার জন্য প্রস্তুত হওয়ার পর একরত্তি মালতীর সঙ্গে সময় কাটাচ্ছেন পাপা নিক জোনাস

মেট গালায় প্রতিবারের মতোই ছিল তারকাদের পোশাকের চমক

এই নিয়ে মেট গালায় তৃতীয়বার অংশগ্রহণ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

২০১৮ সালের 'মেট গালা'-তেই প্রথম নিকের সঙ্গে দেখা হয়েছিল প্রিয়াঙ্কার

প্রিয়াঙ্কা এবং নিক উভয়েই কালো এবং সাদা ভ্যালেন্টিনো পোশাক বেছে নিয়েছিলেন

পোশাকের সঙ্গে মানানাসই নেকপিস, কানের দুল এবং নিখুঁত মেকআপ করেছেন প্রিয়াঙ্কা

 'মেট গালা'-র রেড কার্পেটে পা রাখার আগে মুহূর্তের একগুচ্ছ বিটিএস ছবি শেয়ার করেছেন দেশি গার্ল

ছবিতে মেয়ে মালতীর সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে আবার কখনও মেকআপ রুমে প্রস্তুতিতে ব্যস্ত তিনি

দেশি গার্লের ছবিতে চোখ ধাঁধিয়েছে নেটিজেনদের

কালো-সাদা পোশাকে এদিন তুমুল গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা