Hindustan Times
Bangla

আইআইটির প্রথম বিদেশি ক্যাম্পাস স্থাপিত হতে চলেছে তানজানিয়ার জানজিবারে। আর সেই আইআইটিতে ডিরেক্টর পদে থাকছেন এক  মহিলা।

তানজানিয়ার জানজিবারে আইআইটির ডিরেক্টর হচ্ছেন প্রীতি আঘালায়াম। তানজানিয়ায় এই ক্যাম্পাস প্রতিষ্ঠা করছে আইআইটি মাদ্রাজ।

প্রীতি বর্তমানে আইআইটি মাদ্রাজের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। 

এককালে প্রীতি ছিলেন আইআইটি মাদ্রাজের পড়ুয়া। পরে সেখানেরই অধ্যাপক হন তিনি।

সদ্য সোমবার দিল্লিতে প্রীতি আঘালায়মের ডিরেক্টর-ইন-চার্জ পদে নিয়োগের ঘোষণা করেন IIT-Mএর ডিরেক্টর।

উল্লেখ্য, আসন্ন অক্টোবর থেকে ওই ক্যাম্পাসে  পঠন পাঠন চালু হবে। সেখানে শুরু হবে ২ টি কোর্স।

উল্লেখ্য, আঘালায়মের বয়স ৪৯। তিনি ১৯৯৫ সালে ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেন। 

পরে তিনি PhD করেন ম্যাসাচুসেটস আর্মহার্স্টস থেকে। তিনি গবেষণার ডিগ্রি পান ২০০০ সালে।