Hindustan Times
Bangla

প্রথমবার মেয়ে মেয়ে মালতীর মুখের ছবি প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

২০২২ সালের ১৫ জানুয়ারি নিক-প্রিয়াঙ্কার কোল আলো করে আসে তাঁদের কন্যা সন্তান মালতী মেরি চোপড়া জোনাস

সারোগেসির মাধ্যমে নিয়াঙ্কার ফুটফুটে মেয়ের জন্ম হয়

জন্মের পর প্রায় তিন মাস এনআইসিইউ-তে ছিল একরত্তি

মালতীর জন্মের ১০০ দিন পর তাঁকে বাড়ি নিয়ে আসেন নিয়াঙ্কা

জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশি গার্ল

ইনস্টাগ্রামে ইভেন্টের একটি ছবি এবং একটি ভিডিয়ো শেয়ার করেছেন দেশি গার্ল। সেখানেই মালতীর মুখ স্পষ্ট দেখা গিয়েছে।

আগে একাধিক সময় মালতীর ছবি শেয়ার করলেও মুখ ঢেকে শেয়ার করতেন নিয়াঙ্কা 

মালতীকে দেখে নেটিজেনের মন্তব্য, ‘নিকের মুখ বসানো’