By Priyanka Bose
Published 14 Jun, 2023
Hindustan Times
Bangla
লিভারপুলে প্রিয়াঙ্কা-নিক, প্রথম ট্রেন জার্নি কেমন ছিল মালতীর
স্বামী নিক জোনাস, মেয়ে মালতী এবং পরিবারের সঙ্গে ইংল্যান্ডের লিভারপুলে ছুটি কাটাচ্ছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া
পারিবারিক হলি ডে-র একগুচ্ছ ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন দেশি গার্ল
ছবিগুলি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, 'ম্যাজিক পরিবার'
মেয়ে মালতীরও বেশ কিছু মিষ্টি ছবি শেয়ার করেছেন মাম্মি প্রিয়াঙ্কা
স্নানের সময় ছোট্ট পুলে জল নিয়ে খেলা করতে ব্যস্ত মালতী
ভ্রমণের সময় ট্রেনে তোলা মালতীর এই ছবি
২০২২ সালের ১৫ জানুয়ারি নিক-প্রিয়াঙ্কার কোল আলো করে আসে তাঁদের কন্যা সন্তান মালতী মেরি চোপড়া জোনাস
বাবা নিক এবং দাদু পল কেভিন জোনাসের হাত ধরে টলমল পায়ে হাঁটছে মালতী
একসঙ্গে ছবির জন্য পোজ দিয়েছেন প্রিয়াঙ্কার মা মধু এবং নিকের মা ডেনিস
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন