Hindustan Times
Bangla

লস অ্য়াঞ্জেলেসে বিরাট আয়োজন 'সিটাডেল'-এর প্রিমিয়ারে, গোলাপি গাউনে লাস্যময়ী প্রিয়াঙ্কা

২৭ এপ্রিল, লস অ্য়াঞ্জেলেসে 'সিটাডেল'-এর প্রিমিয়ারে চাঁদের হাট

প্রিমিয়ার থেকে একগুচ্ছ ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন 'দেশি গার্ল'

এ দিন গোলাপি গাউনে লাল গালিচায় লাস্যময়ী অবতারে ধরা দেন প্রিয়াঙ্কা

লস অ্য়াঞ্জেলেসে 'সিটাডেল'-এর পোস্টার উন্মোচন করার একটি ভিডিয়ো শেয়ার করেছেন প্রিয়াঙ্কা

লাল গালিচায় পাপারাৎজ্জির উদ্দেশ্যে পোজ দেন প্রিয়াঙ্কা

প্রিমিয়ারে প্রবেশের সময় প্রিয়াঙ্কার এই ভিডিয়ো

প্রিয়াঙ্কা, রিচার্ড ম্যাডেন এবং স্ট্যানলি টুকি সহ ‘সিটাডেল’-এর অন্যান্য কাস্টও হাজির ছিলেন এ দিনের প্রিমিয়ারে

সিটাডেলের প্রথম দুটি পর্ব ২৮ এপ্রিল  থেকে প্রিমিয়ার শুরু হল