Hindustan Times
Bangla

প্রিয়াঙ্কার জীবনে নাকি দুটো চুম্বক আছে! তা নিয়ে আবেগঘন পোস্ট অভিনেত্রীর

শনিবার রাতে নিউ ইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে ছিল জোনাস ব্রাদার্সদের কনসার্ট।

একসঙ্গে মঞ্চ মাতিয়েছেন কেভিন জোনাস, জো জোনাস আর নিক জোনাসরা। 

বরের গান শুনতে মেয়ে মালতি মেরিকে নিয়ে পৌঁছেছিলেন প্রিয়াঙ্কা চোপড়াও

এদিন কালো-সাদা ছক কাটা টিউব টপ, কালো স্কার্ট ও জ্যাকেট পরে দেখা মেলে প্রিয়াঙ্কার। নিকের পরনে সাদা টি-শার্ট, জ্যাকেট, প্যান্ট এবং স্নিকার্স।

মেয়ে মালতীর সঙ্গে নিকের এই স্নেহমাখা মুহূর্তের ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা

ছবিগুলি শেয়ার করে দেশি গার্ল লিখেছেন, 'তোমারা চুম্বকের মতো নিক জোনাস, মালতী। আমি তোমাদের পেয়ে অনেক ভাগ্যবান'।