Hindustan Times
Bangla

ছোটবেলায় 'কালো' বলে কটাক্ষের শিকার, এখন কাঁপাচ্ছেন হলি-বলি! বলুন তো কে?

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ছোট থেকে বড় হয়ে ওঠার নানা বিশেষ মুহূর্তগুলির ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে, সেই সময়টা কেন তাঁর জন্য বিশেষ ছিল তা জানিয়েছেন। 

এই ছবিটি পোস্ট করে নায়িকা লেখেন, 'প্রথমে ফ্যাশন, মায়ের রোদ চশমা পরে বাবার বাইকে বসে।'

তারপর এই ছবি প্রসঙ্গে নায়িকা লেখেন, 'যেমনটা বলেছিলাম ফ্যাশন প্রথমে। সব সময় দেশি গার্লই ছিলাম।' 

তারপর অভিনেত্রী তাঁর জন্মদিনের ছবি ভাগ করে নিয়ে লেখেন, 'আমার জন্মদিনের অনুষ্ঠান ছিল। কিন্তু সেই বার  আমার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়েছিল।' 

এটিও নায়িকার জন্মদিনেরই একটি ছবি

নায়িকা ছোট বেলায় তাঁর পরিবারের সঙ্গে লেহতে ঘুরতে গিয়ে এই ছবিটি তোলেন। 

তারপর অভিনেত্রী তাঁর ১৩ বছরের একটি ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়ে লেখেন, '১৩ বছরে বয়সে আমাকে প্রথম সুন্দর দেখতে একটি কাচের গ্লাসে কোলা খেতে দেওয়া হয়েছিল।'

এরপর অভিনেত্রী তাঁর প্রথম মডেলিং শ্যুটের একটি ছবি ভাগ করে নেন। বেরিলিতে সেই শ্যুট হয়। সেখানে হেয়ার স্টাইল থেকে মেকআপ সবটাই নিজে করেন নায়িকা