Hindustan Times
Bangla

বেসন মেখে সুন্দরী হয়েছেন প্রিয়াঙ্কা, আপনিও মাখুন!

প্রিয়াঙ্কা রূপে লক্ষ্মী তো গুণে সরস্বতী। বলিউডের পর এখন কাঁপাচ্ছেন হলিউড!

প্রিয়াঙ্কার দিকে চোখ পড়লে নজর এড়ায় না তাঁর দাগহীন উজ্জ্বল ত্বক। জানেন কি, এখনও ঘরোয়া টোটকাতে খুব ভরসা প্রিয়াঙ্কার?

এক সাক্ষাৎকারে বেসনের ফেসপ্যাকের কথা বলেছিলেন, যা নাকি তাঁর রূপের আসল রহস্য। 

কী কী লাগবে?

প্রিয়াঙ্কার মতো বেসনের ফেসপ্যাক বানাতে লাগবে দই, কয়েক ফোঁটা লেবুর রস, ওটমিল, চন্দনের গুঁড়ো আর বেসন। 

পদ্ধতি

সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নিন। 

ব্যবহার

এবার একটা ব্রাশ অথবা আঙুলের সাহায্যে এই পেস্ট সমানভাবে আপনার মুখে লাগিয়ে নিন। তার আগে মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। 

মুখ পরিষ্কার

৩০ মিনিট মতো রাখুন, যতক্ষণ না পুরোপুরি শুকোচ্ছে। এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। মাস্কটি ধুয়ে নেওয়ার পর অবশ্যই কোনও ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।  

উপকার

সবক'টি উপকরণই প্রাকৃতিক। আপনার মুখ উজ্জ্বল করবে। ট্যান পরিষ্কার করতেও সাহায্য করবে।