By Priyanka Mukherjee
Published 1 Oct, 2023
Hindustan Times
Bangla
পরিণীতির বিয়ের ছবি ফাঁস করে মুছলেন প্রিয়াঙ্কার মা! ঝামেলা হল নাকি?
গত রবিবার অর্থাৎ ২৪শে সেপ্টেম্বর 'আম আদমি' রাঘব চাড্ডার সঙ্গে রূপকথার বিয়ে সারেন পরিণীতি চোপড়া
পরিণীতির বিয়ের অনুষ্ঠানে যোগ দেননি তাঁর প্রিয় 'মিমি দিদি' প্রিয়াঙ্কা চোপড়া, তবে হাজির ছিলেন কনের জেঠিমা মধু চোপড়া
বিয়ের এক সপ্তাহ পূর্তির দিন ইনস্টায় পরিণীতির বিয়ের অদেখা একটি মুহূর্ত শেয়ার করেন মধু চোপড়া
পরিণীতির চূড়া সেরেমানির ছবি সেটি। হলুদ পোশাকে ঝলমল করছেন নায়িকাস, রেশম কাপড়ে জড়ানো তাঁর গোলাপি চূড়া, সঙ্গে কলিরেঁ
হাসিখুশি কনে পরিণীতির ছবি শেয়ার করে মধু চোপড়া লেখেন, 'চূড়া সেরেমানিতে খুশিতে ডগমগ কনে'
পোস্ট করার ঘন্টাখানেক পরে সেই ছবি মুছে ফেলেন প্রিয়াঙ্কার মা, কিন্তু কেন? সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় জলঘোলা
পরিণীতি-রাঘবের রূপকথার বিয়েতে যোগ দেননি প্রিয়াঙ্কা, কারণ হিসাবে মধু চোপড়া জানান, মেয়ে কাজ নিয়ে ব্যস্ত
পরিণীতির বাগদানে অবশ্য হাজির ছিলেন দেশি গার্ল। বোনের বিয়েতে সামিল না হওয়ায় কম ট্রোলড হননি তিনি
নিজের বোন হলে কি প্রিয়াঙ্কা বিয়ের অনুষ্ঠান এড়িয়ে যেতেন? প্রশ্ন নেটিজেনদের
এই মুহূর্তে দিল্লিতে শ্বশুরবাড়িতে রয়েছেন পরিণীতি, আগামিতে অক্ষয়ের 'মিশন রানিগঞ্জ'-এ দেখা যাবে মিসেস রাঘব চাড্ডাকে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন