By Abhisake Koley
Published 12 Sep, 2023

Hindustan Times
Bangla

PKL Auction 2023: পবন, শাদলুই, মনিন্দর, ফাজেল, সিদ্ধার্থ, প্রো কবাডির নিলামে প্রথম দিনের ৫ কোটিপতি

সোমবার মুম্বইয়ে অনুষ্ঠিত হয় প্রো কবাডি লিগের দশম সংস্করণের নিলাম, যা চলবে মঙ্গলবারও।

প্রথম দিনের নিলামে ৫ জন তারকার দাম ছাড়িয়ে যায় কোটি টাকার গণ্ডি।

পবন শেরাওয়াত এবারও সব থেকে দামি খেলোয়াড়ের মুকুট ধরে রেখেছেন।

পবনকে এবার ২.৬ কোটি টাকায় দলে নিয়েছে তেলেগু টাইটানস।

গতবারের নিলামে পবনের দাম উঠেছিল ২.২৬ কোটি টাকা।

ইরানের মহম্মদরেজা শাদলুইকে ২.৩৫ কোটি টাকায় দলে নিয়েছে পুণেরি পল্টন। তিনি নিলামের সব থেকে দামি বিদেশি তারকা।

মনিন্দর সিংকে ২.১২ কোটি টাকায় দলে নিয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স।

ইরানের ক্যাপ্টেন ফাজেল আত্রাচালিকে ১.৬ কোটি টাকায় দলে নিয়েছে গুজরাট জায়ান্টস।

সিদ্ধার্থ দেশাইকে ১ কোটি টাকায় দলে নেয় হরিয়ানা স্টিলার্স।