Hindustan Times
Bangla

রূপকথার বিয়ে সেরেছেন সৌরভ-দর্শনা, নবদম্পতিকে দাম্পত্যের সূচনায় কী উপহার দিলেন 'বুম্বাদা'?

নিজের জীবনের 'পাইটল'কে খুঁজে নিয়েছেন টলিউডের মন্টু। সৌরভ-দর্শনার বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরেই জোর চর্চা

সৌরভ-দর্শনার বিয়ের অন্দরের একাধিক ছবি-ভিডিয়ো সোশ্যালে ভাইরাল। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী

সৌরভ-দর্শনার বিয়েতে এসেছে হাজারো উপহার। নায়িকাকে খাস উপহার দিয়েছেন 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রসেনজিতের পাঠানো সেই উপহারের ঝলক সোশ্যালে শেয়ার করেছেন দর্শনা

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বায়োগ্রাফি 'বুম্বা শট রেডি' বইটি নবদম্পতিকে উপহার দেন সুপারস্টার

সঙ্গে নিজের হাতে লেখা একটা ছোট্ট বার্তা! বুম্বাদা লিখেছেন- 'অনেক ভালোবাসা সৌরভ ও দর্শনাকে। খুব ভালো থেকো...বুম্বাদা'। 

২১ ডিসেম্বর থেকে বনি সেনগুপ্তের সঙ্গে আড়ই চাঁদ ছবির শ্যুটিং শুরু করবেন। সৌরভ মঙ্গলবার থেকেই কাজে ফিরেছেন। ফলে আপতত হানিমুনের প্ল্যান তাকে তোলা রইল।