By Priyanka Mukherjee
Published 16 Dec, 2024
Hindustan Times
Bangla
আয়ের নিরিখে সেরা ৩ ভারতীয় ছবির তালিকায় আল্লুর পুষ্পা ২, শীর্ষে কোন 'খান'?
মুক্তির পর থেকে বক্স অফিসে পুষ্পা ঝড়। আল্লুর গ্রেফতারির পর তা সুনামির আকার নিয়েছে
দেশের বক্স অফিসে ৯০০ কোটির গণ্ডি পার করেছে এই ছবি। বিশ্ব বক্স অফিসে ১৩০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁয়েছে মাত্র ১১ দিনে
বিশ্ব বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় বর্তমানে পুষ্পা ২-এর অবস্থান ৩ নম্বরে
এই তালিকায় দু-নম্বরেও রয়েছে দক্ষিণী ছবি বাহুবলী ২- দ্য কনক্লিউশন
প্রভাসের এই ছবি বিশ্বজুড়ে আয় করেছে ১৭৮৮ কোটি টাকা, এই এলিট ক্লাবে ২ থেকে ৫-এ শুধুই দক্ষিণী ছবি
শাহরুখ-সলমনদের এই তালিকায় স্থান নেই। তবে বিশ্ব বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় ছবি কিন্তু বলিউডেই তৈরি হয়েছে, আর সেটি কিন্তু এক খানেরই ছবি
আমির খানের দঙ্গল এই তালিকায় রয়েছে শীর্ষে! হ্যাঁ, মহাবরী ফোগাটের বায়োপিক শুধু ভারত নয় মন জিতেছে গোটা বিশ্বের
দঙ্গলের বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন ২০৭০ কোটি টাকা, যদিও বিদেশে আয়ের অধিকাংশই এসেছে চিন থেকে
ভারতে দঙ্গলের আয় ছিল মাত্র ৫৩৫ কোটি টাকা, কিন্তু চিনে কমবেশি ১০০০ কোটি টাকা কামাই করেছে দঙ্গল
দঙ্গলের রের্কড ভেঙে কি দক্ষিণী ছবিকে এক নম্বরে পৌঁছে দেবেন পুষ্পা?
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন